সাহেদ হোসেন দিপু, হাইমচর প্রতিনিধি :
হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে নবজাগরনী পাঠাগারের উদ্যোগে বর্ষবরন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ এপ্রিল সকাল ১০টায় চরভৈরবী ইউনিয়নের গাজিনগরে পাঠাগারের অফিস রুমে নবজাগরনী পাঠাগারের সভাপতি মোঃ জাফর আহমদ গাজির সভাপতিত্বে ও নবজাগরনী পাঠাগার সাবেক সদস্য মোঃ ফারুক গাজির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম কবির শেখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেনজির আহমেদ মুন্সি, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন গাজি, হাইমচর ডিগ্রী কলেজ প্রভাষক মোঃ আকতার হোসেন, স্থানীয় মোঃ আশরাফ হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ শাহন ফরহাদ, ওয়াহেদ খোকন, সাবেক সভাপতি সেলিম বোপরী।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ফারুকুল ইসলাম, তরিকুল ইসলাম, রৌশন গাজি, মোঃ এমরান, মোঃ নাজির, পাঠাগারের কোষাধ্যক্ষ মোঃ জহির হোসেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।