হাইমচর আলগী বাজারে উদ্বোধন হলো ফ্রিজ ও মার্সেল ইলেকট্রনিক্স শোরুম

হাইমচর প্রতিনিধি :

হাইমচর আলগী বাজারে উদ্বোধন হলো ফ্রিজ ও ইলেকট্রনিক্স’মার্সেল শো রুম। যার ফলে এখন থেকে হাইমচরের গ্রাহকরা হাতের কাছেই পাবেন ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস। সাশ্রয়ী দামে কিনতে পারবেন আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, জেনারেটর, ফ্যানসহ নানান ধরনের ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।

৩ জুন’ শনিবার বিকেল ৫টায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে আলগী বাজার অগ্রনী ব্যাংক রোডে ফ্রিজ এবং মার্সেল ইলেকট্রনিক্স শোরুম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে মাওলানা কাওসার হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, ডিলার মার্সেল শোরুমের কর্ণধার মো. আনোয়ার হোসেন।

এসময় তিনি বলেন, দেশের শীর্ষ ও জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আমাদের লক্ষ্য দেশের আপামর জনসাধারণের হাতে সাশ্রয়ী মূল্যে অন্তর্জাতিকমানের পণ্য পৌঁছে দেয়া। নতুন এই শোরুম উদ্বোধনের ফলে এই এলাকার গ্রাহকরা এখন সহজেই মার্সেলের পণ্য কিনতে পারবেন।‘ক্রেতাদের সর্বোত্তম পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি নানান সামাজিক কার্যক্রমে যুক্ত আছে মার্সেল।

নিজস্ব প্রোডাকশন প্ল্যান্টে সর্বাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে আর্কষণীয় ডিজাইনের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য তৈরি করছে মার্সেল। সাশ্রয়ী মূল্য, সহজ কিস্তি সুবিধা, আইএসও স্ট্যান্ডার্ড দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সেলস ও সার্ভিস নেটওয়ার্ক থাকায় মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী অতি দ্রুত গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে।’

উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন, আলগীবাজার মার্সেল শোরুমের প্রোপাইটার মো. আনোয়ার হোসেন, আলগীবাজার জামে মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Loading

শেয়ার করুন