no women

নিজের ব্যক্তিগত যে বিষয়গুলো অন্যকে জানাবেন না

ফিচার ডেস্ক

মানুষ একা চলতে পারে না। জীবনে চলার পথে নানাজনের সঙ্গে তাই পরিচয়। কারো সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে প্রেম। নানা গল্প, নানা ভালোলাগার হয় ভাগাভাগি। অনেক না বলা গল্প আমরা ভাগাভাগি করি কাছের মানুষটির সঙ্গে।

কিংবা নিছকই গল্পচ্ছলে বলে যাই জীবনের কোনো অজানা দিক। তবে কিছু বিষয় রয়েছে যা অন্যের সঙ্গে ভাগাভাগি না করাই ভালো।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও প্রতিকার

নিজের সামাজিক অবস্থা নিয়ে খুব বেশি দেখনদারি না করাই ভালো। এতে আপনার প্রতি অন্যদের মনে হিংসা জন্মায়।

কখনো অপমানিত হলে সেই বিষয়টি কখনো কাউকে জানানো উচিত নয়। অন্যরা তা জানতে পারলে আপনার প্রতি সম্মান প্রদর্শন নাও করতে পারেন।

gif maker

অনেকেরই বাড়িতে নানা রকম সমস্যা থাকে। যার জন্য মানসিক সমস্যা ভোগ করতে হয়। ঘরে শান্তি ফেরানোর জন্য আপনি কোন কোন পথ অবলম্বন করেন, তা সবসময়ে গোপন রাখা উচিত।

আপনার আর্থিক সম্পদ সম্পর্কে অন্যকে যত কম জানাবেন তত ভালো। যারা আপনার ক্ষতি চায়, তারা আর্থিক সম্পদের লোভে আপনার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পরে ক্ষতি করতে পারে।

নারী হোন বা পুরুষ, আয়ু সব সময়ে গোপন রাখা উচিত। কারণ আপনার শত্রুরা আপনার কোনও প্রতিকূল পরিস্থিতিতে এই তথ্যের অপব্যবহার করতে পারে।

আপনার চিকিৎসক আপনার সম্পর্কে অনেক ব্যক্তিগত তথ্যও জানেন। ফলে আপনি কোন চিকিৎসকের পরামর্শ নেন, তা কাউকে না জানানোই ভালো।

দান নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু নিজেকে মহানুভব প্রমাণ করার জন্য কী কী দান করছেন তা অন্যকে জানানো উচিত নয়।

এছাড়াও খেয়াল রাখবেন :

*নিজের ভবিষ্যৎ বিষযে কী কী পরিকল্পনা করেছেন আপনি- এটা কারও সঙ্গে শেয়ার করবেন না।

*নিজের জীবনের একান্ত ব্যক্তিগত বিষয় কারও সঙ্গে আলোচনা করা উচিত নয়।

*আপনি হয়তো অন্যের উপকার করতে পছন্দ করেন ও বিপদে মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ বিষয়টি কাউকে আগ বাড়িয়ে বলার দরকার নেই- কারণ সুযোগসন্ধানীরা এর সুযোগ নিতে পারে।

*প্রত্যেক পরিবারেই কিছু না কিছু সমস্যা রয়েছে। তাই অন্দরমহলের জটিলতা নিয়ে কখনও অন্যের সঙ্গে আলোচনা করতে যাবেন না।

*একইভাবে নিজের দাম্পত্য জীবনের রোজকার ছোটখাটো ঝামেলা অন্যের সঙ্গে শেয়ার না করা ভালো। এতে হিতে-বিপরীত হতে পারে।

*আপনার জীবনযাত্রার যে কোনো পরিবর্তন- যেমন ধরুন আপনার আয় বেড়েছে- এমন সব বিষয় পরিবারের লোক ছাড়া কাউকে জানাবেন না।

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, শনিবার :

চাঁদপুর রিপোর্ট : এমআরআর/

 

 52 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন

Leave a Reply