মতলব উত্তরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
গোলাম নবী খোকন:
মতলব উত্তর উপজেলায় জয়ন্ত সরকার (৩৫) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ফরাজীকান্দি গ্রামের নতুন বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে জয়ন্তকে গ্রেপ্তার করে পুলিশ।


01762240650
মূল্য : নাইট কিং- ১০৫০/- টাকা, নাইট কিং গোল্ড ১৩৫০/- টাকা।
অভিযান পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক, থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, মোহাম্মদ ইব্রাহিম, এএসআই মো. আরিফুল ইসলাম, মো. আবু তোরাব প্রধান।
জয়ন্ত উপজেলার সানকিভাঙ্গা গ্রামের জগদিশ সরকারের ছেলে। থানা সূত্র জানায়, ২০১৪ সালে জয়ন্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে পুলিশ।
ওই বছর চাঁদপুর বিচারিক হাকিমের আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদন্ড দেন। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।
ওসি মো. আনোয়ারুল হক বলেন, ওই ব্যক্তিকে কাল রোববার চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
