Faridgonj thana

ওয়ারেন্ট তামিল ও ক্লুবিহীন তদন্তে সাফল্যে জেলার শ্রেষ্ঠত্ব পেলেন ফরিদগঞ্জ থানার তিন কর্মকর্তা

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এবং ক্লু-বিহীন মামলার তদন্তে সাফল্যের জন্য ফরিদগঞ্জ থানার তিনজন কর্মকর্তা জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। এরা হলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এলএলবি, এসআই উমর ফারুক ও এস আই নাজমুল হোসাইন।

জানা গেছে, জুলাই মাসের রের্কড হিসেবে তারা এই পুরস্কার লাভ করেন।

সোমবার চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মিজানুর রহমান তাদের হাতে সনদ তুলে দেন।

থানা পুলিশ জানায়, থানা অফিসার ইন চার্জ মোঃ শাহ আলমের নেতৃত্বে এই দুই পুলিশ অফিসারের মধ্যে উমর ফারুক বেশ কয়েক দাগী ওয়ারেন্টভুক্ত আসামী আটক করেন।

এছাড়া পুলিশ অফিসার নাজমুল ডাাকতি মামলাসহ কয়েকটি ক্লু-বিহীন মামলার রহস্য উদঘাটনে সাফল্য লাভ করে।

869 জন পড়েছেন
শেয়ার করুন

Leave a Reply