rape

ফরিদগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

Night King Sex Update
নারী-পুরুষের যে কোনোা যৌন সমস্যার (যৌন দুর্বলতা, সন্তান না হওয়া, সহবাসে ব্যর্থতা, দ্রুত বীর্যপাত) সমাধানে ‘নাইট কিং’ ও ‘নাইট কিং গোল্ড’ কার্যকরী। বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলায় কুরিয়ার সার্ভিসযোগে ‘নাইট কিং’ পেতে যোগাযোগ করুন : হাকীম মিজানুর রহমান, ইবনে সিনা হেলথ কেয়ার, যোগাযোগ করুন : (সকাল ১০টা থেকে রাত ০৮ টা (নামাজের সময় ব্যতীত) +88 01742057854, +88 01762240650, +88 01777988889
এছাড়াও শ্বেতী রোগ, ডায়াবেটিস, অশ্ব (গেজ, পাইলস, ফিস্টুলা), হার্টের ব্লকেজ, শ্বেতপ্রদর, রক্তপ্রদর ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়।

ওই গৃহবধূ সোমবার রাতে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের
করেছেন।

ঘটনাটি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে পশ্চিম লাডুয়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাবুল বেপারী প্রায়ই ওই গৃহবধুকে অশালীন মন্তব্যসহ কুপ্রস্তাব দিতো। গত ২ সেপ্টেম্বর শনিবার রাত ১০টায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার সময় উৎপেতে থাকা লম্পট বাবুল বেপারী মুখ চাপা দিয়ে জোর-পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে স্থানীয় গন্যমান্য ও ইউপি সদস্যকে জানালে তাকে উল্টো অভিযুক্তরা মারধর করে। পরে বাধ্য হয়ে সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) রাজীব কুমার দাস অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত বাবুল বেপারী পলাতক রয়েছে।

 173 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন

Leave a Reply