বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব- ১৭, মতলব উত্তরে ফতেপুর পূর্ব ইউনিয়ন সেমিফাইনালে
গোলাম নবী খোকন, বিশেষ প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে কোয়াটার ফাইনালে গতকাল ৮ সেপ্টম্বর রোজ শনিবার মায়া বীরবিক্রম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ ফুটবল দল ২-১ গোলে ষাটনল ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয়।
মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নক আউট ভিত্তিক কোয়াটার ফাইনাল খেলা শনিবার বিকাল ৪টা ১৫ মিনিটে শুরু হয়। খেলা উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাসিষ ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শহিদ উল্যাহ প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম শরিফ উল্যাহ সরকার। খেলায় রেফারি ছিলেন সালা উদ্দিন, সহকারী রেফারি ছিলেন রাশেদুজ্জামান, সহকারী রেফারি বজলুল গণি।
খেলা উপভোগ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশ্রাফুল আলম, মতলব উত্তর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়া, আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক কামরুজ্জামান হারুন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক একে এম গোলাম নবী খোকন, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আঃ লতিফ মিয়াজী, ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মান্নান বেপারী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক শামছুজ্জামান ডলার প্রমুখ। ধারা বিবরনীতে ছিলেন সাংবাদিক কামাল হোসেন খাঁন।
আপডেট : বাংলাদেশ সময় ৮ সেপ্টেম্বর ২০১৮ খ্রি. শনিবার
চাঁদপুর রিপোর্ট : এমআরআর
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন এবং শেয়ার করুন …
54 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন