মতলব উত্তরে শরীফ উল্যাহ হাই স্কুলের নির্বাচন সম্পন্ন
সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর (চাঁদপুর) :
মতলব উত্তর উপজেলার শরীফ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের গভনিং বডির অভিভাবক শাখার নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।
অভিভাবক শাখায় নির্বাচিত হলেন বশির আহাম্মেদ (প্রতীক চেয়ার) প্রাপ্ত ভোট ৩৪৩, মোঃ রসুল (প্রতীক আনারস) প্রাপ্ত ভোট ৩১৫। সংরক্ষিত মহিলা পদে বিজয়ী হয়েছেন রোকেয়া আক্তার রুমা (প্রতীক দোআত কলম) প্রাপ্ত ভোট ৩৭৮। এছাড়াও অভিভাবক শাখার অপর প্রার্থী দোলোয়ার হোসেন মোল্লা (প্রতীক হারিকেন) প্রাপ্ত ভোট ২১৯ এবং সংরক্ষিত মহিলা শাখায় হালিমা সরকার (প্রতীক গোলাপ ফুল) প্রাপ্ত ভোট ১২১। মোট ভোট সংখ্যা ৮ শত ৪৯ ভোট। প্রাপ্ত ভোটার সংখ্যা ৬ শত ৬৬ ভোট। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম।
ভোট গ্রহণ করেন ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হান্নান মিয়া, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, নাউরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক আবু তাহের।
আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে ছিলেন মতলব উত্তর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন, মতলব উত্তর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) নাহিদ হোসেন, (এএসআই) জয় দেব চন্দ্র। নির্বাচন পর্যবেক্ষন করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি, স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আনিছুল হক, চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান মোল্লা, আওয়ামীলীগ নেতা বোরহান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক হারুন অর রশিদ সরকার, শরিফ উল্যাহ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফ উল্যাহ, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র হাজী রুহুল আমিন মোল্লা, কাউন্সিলর আঃ ছালাম খান, মোহনপুর ইউপি সদস্য বাবুল হোসেন, উপজেলা কৃষকলীগ নেতা আলী আশ্বার্দ প্রমুখ।
আপডেট : বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর ২০১৮ খ্রি. শুক্রবার
চাঁদপুর রিপোর্ট : এমআরআর
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন এবং শেয়ার করুন …
78 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন