শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে
শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মোঃ জামাল হোসেন :

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে গত ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এ তিনের সমন্বয়ে ২০১৮ সনে জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেনের সভাপতিত্বে এবং ইংরেজী শিক্ষক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষার মান উন্নয়নের লক্ষে বক্তব্য রাখেন হোসেন ফাজিল মাদ্রাসার অধ্যাপক মোঃ নূর আবদুস ছোবহান, মোঃ শাহজাহান, সাবেক ইউপি মেম্বার মোঃ সফিকুর রহমান, সিঃ শিক্ষক রাজিয়া বেগম।
অভিভাবক পরিচালনা পর্ষদের মধ্যে সৈয়দ জিলান মিয়া, মোঃ এমরান হোসেন, মোঃ শুক্কুর আলম। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যাপক আলোচনা হয়।
এতে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের কিভাবে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা যায় এ ব্যাপার শিক্ষকদেরকে পরামর্শ দেন।
শিক্ষকরা ওই পরামর্শের আলোকে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের পরামর্শের আলোকে সকল প্রকার দাবী মেনে নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের তাদের নিজ নিজ স্বার্থে ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন খোজখবর বাড়িতে ভালোভাবে পাঠাভ্যাস করার জন্য আন্তরিক হয়ে কাজ করার অনুরোধ জানান। অভিভাবকগণ মনে করেন আগামী জেএসসি পরীক্ষায় এ সমাবেশ যথাযথভাবে শিক্ষার মান উন্নয়নে সঠিক ভুমিকা রাখতে সক্ষম হবে।
আপডেট : বাংলাদেশ সময় ৮ সেপ্টেম্বর ২০১৮ খ্রি. শনিবার
চাঁদপুর রিপোর্ট : এমআরআর
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন এবং শেয়ার করুন …
57 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
