sarmin 1

মতলব উত্তরে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে
মতলব উত্তরে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে সভা

সফিক রানা, মতলব উত্তর প্রতিনিধি :
‘দেশ আমার-দায়িত্বও আমার’ এ শ্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে সন্ত্রাস জঙ্গীবাদ মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে সমাজ পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রচারাভিযানের অংশ হিসেবে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

কলেজের অধ্যক্ষ এসএম আবুল বাশারের সভাপতিত্বে ও প্রভাষক কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হোসাইন মো. ইয়াছিন, প্রভাষক আবদুল হাকিম, মান্না বেগম, কোহিনূর বেগম, মো. নুরুজ্জামান, সাহাব উদ্দিন, ঢাবি’র শিক্ষার্থী নুসরাত জাহান, ইসরাত জাহান, কামরুন নাহার ও হ্যাপি আক্তার।

এ সময় কলেজের শিক্ষক. শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও শারমিন আক্তার বলেন, সন্ত্রাস জঙ্গীবাদ মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।

আপডেট : বাংলাদেশ সময় : ০২:১০ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ খ্রি.শুক্রবার

চাঁদপুর রিপোর্ট : এমআরআর

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন এবং শেয়ার করুন …

647 জন পড়েছেন
শেয়ার করুন