safiqur rahman

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্রের চিঠি পেলেন সাংবাদিক শফিকুর রহমান

মো. কামরুজ্জামান সেন্টু, বিশেষ প্রতিনিধি :

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্রের চিঠি পেলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শফিকুর রহমান।

মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তাকে মনোনয়নের চিঠি পাঠানো হয়।

এদিকে ঋণ খেলাপির দায়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হারালেন চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়া। ফারমার্স ব্যাংকে তার ৬০ কোটি টাকার ওপরে খেলাপি ঋণ রয়েছে। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বারজজ আদালতে তার প্রার্থিতা আটকে যায়।

 খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতার কারণে চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ড. শামসুল হক ভূঁইয়া থাকছেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হারানোর পর বিকল্প প্রার্থী হিসেবে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্রের চিঠি পেলেন সাংবাদিক শফিকুর রহমান।

আপডেট : বাংলাদেশ সময় :১২:১১ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ খ্রি. বুধবার

চাঁদপুর রিপোর্ট : এমআরআর

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন এবং শেয়ার করুন …

 33 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন