Faridgonj

ফরিদগঞ্জে বইপড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণ

আনিছুর রহমান সুজন, ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জে আন্বিয়া ইউনুছ ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে মাসব্যাপি বই পড়া কর্মসূচী শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার আইফা কার্যালয়ে পাঠাগারের সভাপতি মুকবুল আহাম্মদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মুনীর চৌধুরী।

পাঠাগারের কর্মকর্তা নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে জেলা এনজিও ফেডারেশনের সভাপতি রেজ্জাকুল হায়দার চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।

এছাড়া আইফার সদস্য মহসীন হোসেন, চাঁদপুর বিতর্ক একাডেমীর উপাধ্যক্ষ রাসেল হাসান, শিক্ষক মশিউর রহমান , আব্দুর রব, ফাতেমা বেগম, ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি হোসাইন মিলন প্রমুখ। পরে আলোচনা শেষে মাস ব্যাপি কর্মসূচীকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপডেট : বাংলাদেশ সময় : ০৭:১৮ পিএম, ০৩ নভেম্বর ২০১৮ খ্রি.শনিবার

চাঁদপুর রিপোর্ট : এমআরআর

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন এবং শেয়ার করুন …

 

805 জন পড়েছেন
শেয়ার করুন