saharasti

শাহরাস্তিতে জেডিসি পরীক্ষায় শিক্ষক বহিস্কার

মোঃ কামরুজ্জামান সেন্টু :
শাহরাস্তি উপজেলার ভোলদিঘি কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক (খন্ডকালিন) মোঃ মোজাম্মেল হককে জেডিসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ৮ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান ভোলদিঘি কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে বহিস্কার করেন।

ভোলদিঘি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোঃ দেলোয়ার হোসেন জানান, মোজাম্মেল হককে ১ নভেম্বর খন্ডকালিন আরবি শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজকের পরীক্ষায় দশনাপাড়া দাখিল মাদরাসার সহকারি মৌলভি খোরশেদ আলম অনুপস্থিত থাকায় মোজাম্মেলকে তার স্থলে দায়িত্ব দেয়া হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরান জানান, হলে শিক্ষার্থীদের মৌখিক ভাবে উত্তর বলে দেয়ার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।

আপডেট : বাংলাদেশ সময় : ০৯:০৫ পিএম, ০৮ নভেম্বর ২০১৮ খ্রি.বৃহস্পতিবার

চাঁদপুর রিপোর্ট : এমআরআর

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন এবং শেয়ার করুন …

672 জন পড়েছেন
শেয়ার করুন