saidul

অভিভাবক, হে ভাই : হাসান সাইদুল

জীবন এমন হলো কেনো
কখনও হিসেব করে দেখেছো?
তোমার এ কাঁধে বড়-
ও কাঁধে ছোট আর কোলে তো পিচ্ছিটা থাকতে পারতো
আর তুমি?
তিন সন্তানের একঘেয়ামি দেখে হাসতে
হাসতে আর গিন্নিকে বলতে,দেখছো?
আমার আর কিছুই দরকার নাই
তিন সন্তান, আমার চার পৃথিবী!
গিন্নি বলবে, চার পৃথিবী?

হ্যা গিন্নিও তো তোমার আরেক পৃথিবী
যেখানে তিন সন্তানের সঙ্গে তুমিও আছো!
ভাবো কি? তোমার জীবন এমন কেনো হল?
আমি ভাবি! ওরা ভাবে! আমি ভাবি
তুমি কেনো এমন আর তোমার জীবন?
ওটা তো ষোল আনাই ত্যাগের।
মায়ের জন্য ভাইয়ের জন্য ভাতিজিদের জন্য।
তুমি কি ভাবো?
তোমার জন্য কে ত্যাগ করেছে কিছু?

খুঁজো?
খুঁজে নিজের হিসেবটা করে নিও
উত্তরটা যেমনই হোক। আমি শুনতে চাই-
তোমার জীবনটা এমন হলো কেনো?
বন্ধুর পথের প্রখর অসহনীয় মোহনা যেমন
তার চেয়ে একটু ভালো হতে পারতো না?
পৃথিবী জুড়ে বহু অভিনেতা দেখতে পাই
তুমি তবে কোন অভিনেতা?
সব কষ্ট বুকে বিধে হাসো- হেটে চল অবিরত
বন্ধু, অভিভাবক হে ভাই-
তোমার ধৈয্যের কারিশমায় অভিভূত হয়ে-
ছায়া হয়ে আছি যেমন আছো তুমিও
এভাবেই কাটিয়ে দিতে চাই সামনের দিনগুলো।

 

আপডেট : বাংলাদেশ সময় :০৪:০০ পিএম, ০১ ডিসেম্বর ২০১৮ খ্রি. শনিবার

চাঁদপুর রিপোর্ট : এমআরআর

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেইসবুক পেইজে লাইক দিন এবং শেয়ার করুন …

 265 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন