rupshee bangla

কমেডি নাটকে ১৫ জন অভিনেতা অভিনেত্রী প্রয়োজন

চাঁদপুর রিপোর্ট প্রতিবেদক :

রূপসী বাংলা টেলিমিডিয়া প্রযোজিত বিভিন্ন প্রকার কমেডি নাটকে কমপক্ষে ১৫ জন তরুণ তরুণী অভিনেতা ও অভিনেত্রী প্রয়োজন। আগ্রহীরা ৫ কপি বিভিন্ন ডিজাইনের ছবি, ফেইসবুক আইডির লিংক, মুঠোফোন নাম্বারসহ আবেদনপত্র ই-মেইল করুন।

যাচাই-বাছাইয়ে উত্তীর্ণদের অভিনয়ের সুযোগ থাকবে। এছাড়াও প্রতিটি সিনে অভিনয়ের জন্যে রয়েছে সম্মানী।

আবেদনপত্র ও ছবি পাঠাবেন নিন্মোক্ত ইমেইলে : happyislam1990@gmail.com

পরিচালক (মিডিয়া)

রূপসী বাংলা টেলিমিডিয়া 

কাকরাইল, ঢাকা।

 46 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন