safik

চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. নূরুল আমিন রুহুলের শুভেচ্ছা বিনিময়

সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর প্রতিনিধি
গতকাল রোববার শাহ সূফী হযরত সোলেমান ল্যংটার মাজার জিয়ারত ও বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিন) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. নূরুল আমিন রুহুল।

তিনি দুপুরে শাহ সূফী হযরত সোলেমান ল্যংটার মাজার জিয়ারত মাধ্যমে শুভেচ্ছা বিনিময় শুরু করেন।

শুভেচ্ছা বিনিময়কালে অ্যাড. নূরুল আমিন রুহুল বলেন, মানুষের কল্যানে কাজ করতে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। তার স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাবো।

এ সময় বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, সাবেক সচিব আব্দুর রশিদ, অলি উল্ল্যা সরকার , অ্যাড. মানিক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন এম ইসফাক আহ্সান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আরিফ উল্লা সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, যুগ্ম সম্পাদক কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহাজাহান, হাসান কাইয়ুম,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, শাহাজাহান সরকার, গাজী মুক্তার, আলা উদ্দিন সরকার, আল মাহমুদ টিটু, জামান সরকার, মুজাহিদুল ইসলাম সেলিম,অ্যাড. সেলিম মিয়া, ওমর খানসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

আপডেট : বাংলাদেশ সময় :১১:৩০ এএম, ১০ ডিসেম্বর ২০১৮ খ্রি. সোমবার

 42 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন