গায়ক আসিফের সঙ্গে এভ্রিলের রোমান্স
বিনোদন প্রতিবেদক :
গায়ক আসিফ আকবর ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতা দিয়ে আলোচনায় আসা এভ্রিল রোমান্স করছেন! তবে বাস্তবে নয়, আসিফের নতুন মিউজিক ভিডিওতে কাজ করেছেন এভ্রিল। সেখানে জনপ্রিয় এ গায়কের সঙ্গে এভ্রিলের রোমান্সকর ও পরস্পরকে জড়িয়ে কিছু স্থিরচিত্র পাওয়া গেল…
এর আগে আসিফের ‘কসম’ গানের মডেল হয়েছিলেন এভ্রিল।
দ্বিতীয়বারের মতো আসিফের মিউজিক ভিডিওতে কাজ করলেন এভ্রিল।
ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নির্মিত আফিস-এভ্রিলের এই গান ভিডিওর নাম ‘চুপচাপ কষ্টগুলো’।
প্রযোজনা প্রতিষ্ঠান জানান, এটি স্যাড রোমান্টিক গান ভিডিও।
এ গান দিয়ে প্রায় ১৮ বছর পর একসঙ্গে কাজ করলেন আসিফ ও ইথুন বাবু। যার লেখা ও সুর-সংগীতে আসিফ গেয়েছিলেন ও ‘প্রিয়া তুমি কোথায়’ গানটি। তারপর পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

এছাড়াও শ্বেতী রোগ, ডায়াবেটিস, অশ্ব (গেজ, পাইলস, ফিস্টুলা), হার্টের ব্লকেজ, শ্বেতপ্রদর, রক্তপ্রদর ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়।
আসিফ জানান, কিছু অভিমানে ইথুন বাবুর থেকে দূরেছিলেন। সেটা এখন আর নেই। আবার একসঙ্গে কাজ করলেন। আর এভ্রিল খুবই আন্তরিকতা এবং দায়িত্ববোধের সাথে কাজটি করেছে। আশা করছি শ্রোতা-দর্শকদের কাজটি ভালো লাগবে।
আসছে ২৪ ফেব্রুয়ারি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে আসিফ ও এভ্রিলের রোমান্সকর ‘চুপচাপ কষ্টগুলো’ গানটি প্রকাশ হবে।
এভ্রিল নিজেও আসিফের সঙ্গে আবার কাজ করতে পেরে আনন্দিত হয়েছেন।
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
54 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন