sexual abuse

নরসিংদীতে প্রভাত ফেরির পথ থেকে স্কুলছাত্রীকে টেনে নিয়ে গেল বখাটেরা

জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীতে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে যাওয়া হলো না এক স্কুলছাত্রীর। পথে বখাটেরা তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫নং সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রী (১৩) একই ইউনিয়নের বালুসাইর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি একই ইউনিয়নের দামের ভাউলা গ্রামে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রী জানায়, ভোর পাঁচটার দিকে সে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

Night King Sex Update
নারী-পুরুষের যে কোনোা যৌন সমস্যার (যৌন দুর্বলতা, সন্তান না হওয়া, সহবাসে ব্যর্থতা, দ্রুত বীর্যপাত) সমাধানে ‘নাইট কিং’ ও ‘নাইট কিং গোল্ড’ কার্যকরী। বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলায় কুরিয়ার সার্ভিসযোগে ‘নাইট কিং’ পেতে যোগাযোগ করুন : হাকীম মিজানুর রহমান, ইবনে সিনা হেলথ কেয়ার, যোগাযোগ করুন : (সকাল ১০টা থেকে রাত ০৮ টা (নামাজের সময় ব্যতীত) +88 01742057854, +88 01762240650, +88 01777988889
এছাড়াও শ্বেতী রোগ, ডায়াবেটিস, অশ্ব (গেজ, পাইলস, ফিস্টুলা), হার্টের ব্লকেজ, শ্বেতপ্রদর, রক্তপ্রদর ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়।

বাড়ি থেকে কিছু দূর পর্যন্ত গেলে কামারগাঁও এলাকার বখাটে শান্ত, আরিফ, আকাশ ও হৃদয়সহ ৯ জন তার গতিরোধ করে জোরপূর্বক ৫নং সেতু এলাকায় নিয়ে যায়। সেখানে তারা তাকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাকে কুপিয়ে জখম করে। তাকে মৃত ভেবে বখাটেরা পালিয়ে যায়। পরে সড়ক দিয়ে যাওয়ার সময় এক অটোচালক তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আহত স্কুলছাত্রীর বাবা জানান, আমার মেয়ে ভোরে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে যাওয়ার জন্য বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পরে সকাল আটটার দিকে এক অটোচালক আমাকে ফোন দিলে আমি জানতে পারি তাকে কুপিয়ে জখম করা হয়েছে। সে হাসপাতালে ভর্তি আছে। পরে আমি হাসপাতালে আসলে মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারি। আমি বখাটেদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

জানতে চাইলে মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্ত বখাটেদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯

 55 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন