raipur 1

রায়পুরে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর রায়পুরে আওয়ামী লীগের মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের পৃথক ব্যানারে একাধিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ মামুনুর রশিদকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেয়ার পর হঠাৎ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন একটি কুচক্রি মহল। প্রার্থীর বাবা মজিবুল হক মৌলভীকে ঘিরে ৭১ এর যুদ্ধাপরাধী ও শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন এমন অভিযোগ তুলে সম্প্রতি রায়পুর ও ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে দলীয় মনোনয়ন বাতিলের দাবী জানানো হয়। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংঠনের নেতারা মজিবুল হককে সমাজ সেবক ও মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা হিসেবে দাবী করেন। অধ্যক্ষ মামুনুর রশিদ এর জনপ্রিয়তায় নৌকা প্রতীকের বিজয় সু-নিশ্চিত ও গণমানুষের জোয়ার দেখে তাঁরা এসব মিথ্যা অপপ্রচার করছে।

পৃথক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বামনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মঞ্জুর হোসেন সুমন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ বি.এস.সি, আলহাজ্ব শাহাজাহান কামাল, নাছির উদ্দিন বেপারি, শফিউল আলম চেšধুরী সুমন, আলহাজ্ব শফিক পাঠান, স্বেচ্ছাসেবকলীগ নেতা তানভীর হায়দার চৌধুরী রিংকু, ছাত্রলীগ নেতা পাপেল মাহমুদ ও তারেক আজিজ জনিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 50 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন