matlab cir

মতলবে ‘চির সবুজ’ এর পক্ষ থেকে এমপি নুরুল আমিন রুহুলকে ক্রেস্ট প্রদান

গোলাম নবী খোকন :

বে-সরকারি সামাজিক উন্নয়ন সংগঠন চির সবুজ সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে চাঁদপুর-২ আসনের এমপি এডভোকেট নুরুল আমিন রুহুলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

২ মার্চ দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। একই সাথে বিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করে সংগঠনটি।

সংগঠনের চেয়ারম্যান এডভোকেট নূরে আলম সিদ্দিকী বলেন, এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের অনুদান প্রদান ও বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয়ের জন্য আমাদের এই সংগঠন কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়াম্যান কাজী সালাউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহেদী হাসান, পরিচালক ইব্রাহিম খলিল রিপন, আল মামুন মৃধা, আঃ রহিম প্রমুখ।

প্রকাশিত : ০২ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দ, শনিবার

 59 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন