মডেল-অভিনেত্রীকে ‘ধর্ষণ’ করে ভিডিও ধারণ, চিকিৎসক গ্রেফতার

চাঁদপুর রিপোর্ট ডেস্ক :

২১ বছরের একজন উঠতি মডেল-অভিনেত্রীকে ধর্ষণ এবং সেই ভিডিও চিত্র ধারণ করে পরে তাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৫২ বছরের এক চিকিৎসকের বিরুদ্ধে।
থানায় অভিযোগ দায়েরের পর ওই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

এছাড়াও শ্বেতী রোগ, ডায়াবেটিস, অশ্ব (গেজ, পাইলস, ফিস্টুলা), হার্টের ব্লকেজ, শ্বেতপ্রদর, রক্তপ্রদর ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়।
অভিনেত্রী লিখিত অভিযোগে জানান, এক বন্ধুর মারফত্ ওই ডাক্তারের সঙ্গে পরিচয় হয়। তাঁর অসুস্থতার সময়, ওই বন্ধুই অভিযুক্ত ডাক্তারের কাছে পাঠিয়েছিলেন। ক্রমে ডাক্তারের সঙ্গে সখ্য তৈর হয় অভিনেত্রীর। সেখান থেকেই প্রেম। পরবর্তীতে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা। লিভ ইন করতেন দু’জনে।
অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তরুণীর অ্যাকাউন্টে বেশ কয়েক বার টাকা ট্রান্সফার করেছেন ওই ডাক্তার। এমনকী ভেরসোভায় একটি বাড়িও ওই তরুণী অভিনেত্রীর জন্য তিনি ভাড়া করেন।
মডেলের অভিযোগ, বন্ধুত্ব ছিল তাদের। সেই বন্ধুত্বের সূত্র ধরেই পরে এক সঙ্গে থাকতে শুরু করেন তারা। তরুণীর অভিযোগ, তাকে ধর্ষণ করে ওই চিকিৎসক এবং আপত্তিকর ছবিও তুলে রাখেন। এই ছবি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ডাক্তারকে তাঁর চেম্বার থেকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তারের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় এফআইআর হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করা হলে, ১০ মে পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
প্রকাশিত : ০৯ মে ২০১৯ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার : ১২:২০ পিএম
চাঁদপুর রিপোর্ট-এমআরআর
33 সর্বমোট পড়েছেন, 2 আজ পড়েছেন
