শাহরাস্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

মোঃ কামরুজ্জামান সেন্টু :
চাঁদপুরের শাহরাস্তিতে মোঃ মাসুদ আলম (৩২) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নোয়াখালির চাটখিল থানা এলাকা হতে তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তির উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স বিশ্বস্ত সূত্রে সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নোয়াখালির চাটখিল থানা এলাকায় অভিযান চালায়।

ওই সময় চাটখিল থানা এলাকার নূরপুর ঈদগাহ মাঠের সম্মুখ হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুদ আলমকে আটক করে থানায় নিয়ে আসে। সে বিশেষ দায়রা ২৮৩/১৫ ও ঢাকা কোতয়ালী থানার মামলা নং-৩০ (৬) ০৬ মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। ওইদিনই তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, সে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের খেড়িহর গ্রামের বাবুর ভূঁইয়া বাড়ির মোঃ শামছুল হকের পুত্র।
প্রকাশিত : ১৪ জুন ২০১৯ খ্রিস্টাব্দ, শুক্রবার
চাঁদপুর রিপোর্ট-এমকেজেড
