rampur

রামপুরে দুপক্ষের ভয়াবহ সংঘর্ষে এলাকা রণক্ষেত্র (ভিডিও)

 

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার হাজীগঞ্জ ‍উপজেলার রামপুর বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদর দুস্কৃতিকারীরা। আজ ১৭ জুলাই ২০১৯ খ্রি. সকালে এ ঘটনা ঘটে।

এ সময় একদল  লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করায় দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পরে হামলাকারীরা গাউছিয়া টাওয়ারের নিচের দোকানগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও ক্ষতিসাধান করে।

এ ব্যাপারে গাউছিয়া টাওয়ারের স্বত্বাধিকারী ও রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এসএম মানিক জানান, হামলাকারীরা হামলা চালিয়ে তার প্রতিষ্ঠান ভাংচুর ও ক্যাশ থেকে প্রায় ১৪ লাখ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

একটি সূত্র জানায়, গত দু’দিন আগে নবগঠিত ৪নং কালচোঁ আওয়ামী যুবলীগের কমিটি গঠন নিয়ে বাদপড়া কর্মীদের অসন্তোষ এর ফলে এ হামলা সংঘটিত হয়।

উল্লেখ্য, এর পূর্বে গতকাল বাদপড়া যুবলীগের কর্মীরা আজ বিকেলে বিক্ষোভ করার কথা ফেইসবুকে জানিয়েছিল এবং বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা প্রচার করে।

জানা যায়, সকালে সোহেল নামক এক সাবেক যুবলীগ কর্মী ইয়াবা নিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক হয়। এ বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষ সূত্রপাত হয়।

 

প্রকাশিত : ১৭ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ, বুধবার

চাঁদপুর রিপোর্ট-এমআরআর

511 জন পড়েছেন
শেয়ার করুন