haimchor sangbadik

হাইমচর উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি বিলুপ্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
হাইমচর উপজেলায় কর্মরত সাংবাদিকগণ ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় সাংবাদিকদের ঐক্যের স্বার্থে সদ্য ঘোষিত হাইমচর উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

হাইমচর উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মো. ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের যৌথ স্বাক্ষরে এ কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

গতকাল বুধবার সকাল ১১টায় হাইমচর প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রেসক্লাব নবগঠিত কার্যকরি কমিটির সভা শেষে সাংবাদিক ফোরামের যুগ্ন সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রুবেল হোসেন, কোষাধ্যক্ষ হাসান আল মামুনসহ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইসাইল হোসেন লিখিতভাবে সাংবাদিক ফোরামের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।

বিলুপ্তি ঘোষণার লিখিত পত্র হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক আ. রহমানের কাছে হস্তান্তর করে অবহিত করেন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

প্রকাশিত : ০৪ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

চাঁদপুর রিপোর্ট-এমআরআর

 51 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন