ছাত্রীদের উত্ত্যক্ত, গণপিটুনির পর বখাটের দণ্ড
চাঁদপুর রিপোর্ট ডেস্কঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন স্কুলের সামনে দাঁড়িয়ে অশালীন অঙ্গভঙ্গি করে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে মো. মাহবুব (২৯) নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৩ আগস্ট) বিকেলে আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এ কারাদণ্ড দেন।
মাহবুব উপজেলার চৈতনকান্দা এলাকার কফিলউদ্দিনের ছেলে। এর আগে সকালে উপজেলার চৈতনকান্দা এলাকায় ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় তাকে ধাওয়া দিয়ে গণপিটুনি দেন শিক্ষার্থীরা।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহবুবকে আটক করে পুলিশ। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
স্কুলের অধ্যক্ষ আবদুল্লাহ জানান, প্রায় তিনমাস ধরেই স্কুলের ছাত্রীদের বখাটে মাহবুব উত্ত্যক্ত করে আসছিল। শুধু তার স্কুল-কলেজই নয়, আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করতো এই বখাটে।
প্রকাশিত : ০৪ আগষ্ট ২০১৯ খ্রিস্টাব্দ, রবিবার
চাঁদপুর রিপোর্ট-এমকেজেড
47 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন