630

জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে ছেঙ্গারচর পৌর সিএনজি ষ্ট্যান্ডে মিলাদ ও দোয়া

মতলব উত্তর প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর সিএনজি মালিক ও শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকালে পৌর সিএনজি মালিক ও শ্রমিক ফেডারেশন কার্যালয়ে এ মিলাদ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছেঙ্গারচর পৌর সিএনজি মালিক ও শ্রমিক ফেডারেশনের সভাপতি ইউসুফ পাহাড়, সাধারন সম্পাদক সুমন প্রধান, কোষাধ্যক্ষ রিপন মিয়া, সদস্য জাকির ঢালী’সহ চালক ও পরিবহন নেতৃবৃন্দ। মিলাদ পরিচালনা করেন মতলব উত্তর থানা মসজিদের খতিব মাওলানা মো. মনির হোসেন ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন দোয়া করা হয়েছে। এছাড়াও দেশবাসীর জন্য দোয়া করা হয় মুনাজাতে। পরে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে তাবারক বিতরণ করা হয়।

প্রকাশিত : ৩১ আগষ্ট ২০১৯ খ্রিস্টাব্দ, শনিবার

চাঁদপুর রিপোর্ট-এমকেজেড

 62 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন