মতলব উত্তরে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ম্যানেজারদের ওরিয়েন্টেশন

সফিকুল ইসলাম রানা :
মতলব উত্তরে আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় নবগঠিত ওয়ার্ড কমিটির সভাপতি ও ম্যানেজারদের মাঝে একদিনের ওরিয়েন্টেশন ও সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আমার বাড়ি আমার খামার, বদলাবে দিন তোমার আমার’’ এই ¯েøাগানে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, সাংবাদিক জাকির হোসেন বাদশা প্রমুখ।

পরে উপস্থিত সভাপতি ও ম্যানেজারদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়।

প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

চাঁদপুর রিপোর্ট : এমআরআর/

 59 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন