মতলব উত্তর ওটারচর উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তরের ওটারচর উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সময়ের আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি কামরুজ্জামান হারুন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা, সহকারী শিক্ষক ইব্রাহিম খান, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান, আমিনুল হক, আল আমিন খান, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, কাজী ইলিয়াছ, সাবিকুন নাহার, সফিউল বাসার প্রমুখ।
প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
চাঁদপুর রিপোর্ট : এমআরআর/
56 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন