1

কচুয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

ওমর ফারুক সাইম, কচুয়া প্রতিনিধি :
‘সকল আসক্তির হোক শেষ, ক্রীড়ায় গড়ি বাংলাদেশ’ এই শ্লোগানে কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগমের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুমন দে’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ।

খেলায় কচুয়া পৌরসভা ২-১ গোলে কচুয়া সদর দক্ষিন ইউনিয়নকে হারিয়ে উপজেলা পর্যায়ে বিজয় অর্জন করে।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) একি মিত্র চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন্নাহার ভূইয়া, শহিদউল্লাহ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ (অলি), চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কচুয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল প্রমূখ।

খেলা শেষে বীজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, শনিবার

চাঁদপুর রিপোর্ট : এমআরআর/

 49 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন