পঞ্চগড়ে শিশু শ্লীলতাহানির অভিযোগে একজন আটক
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে সাত বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আশরাফ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পঞ্চগড় থানা পুলিশ।
জেলার সদর উপজেলার পশ্চিম মোলানীপাড়া গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনাটি ঘটে। এদিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে, পঞ্চগড় সদর থানারর পুলিশ আশরাফ আলীকে আটক করে। আশরাফ আলী ওই এলাকার মৃত কেন্দেরুর ছেলে।
পারিবারিক সূত্রে জানায়, মঙ্গলবার বিকেলে আশরাফ আলী শিশুটিকে তার বাড়িতে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ও আশরাফুলকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ আশরাফ আলীকে আটক এবং শিশুটিকে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ শ্লীলতাহানির অভিযোগে আশরাফ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
চাঁদপুর রিপোর্ট-এমকেজেড
57 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন