ফরিদগঞ্জে সাবেক প্রেসিডেন্ট এরশাদের স্মরণে মিলাদ মাহফিল

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে ও তাঁর স্মরণে মিলাদ মাহফিলে আয়োজন করেছে ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। শনিবার বাদ আছর ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ পশ্চিম বাজার জামে মসজিদে মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সহসভাপতি মোঃ হারুন অর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আ: আউয়াল মিয়াজী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সউদ, পৌর সভাপতি ফজলুল হক কেরানী, শ্রমিক পার্টির উপজেলা সভাপতি অহিদুজ্জামান, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ স্বপন, সাবেক সম্পাদক মামুন হোসেন রনি, ছাত্রসমাজ নেতা মোঃ জুয়েল প্রমুখ।
মিলাদ মহাফিল শেষে মুনাজাত পরিচালনা করেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা।

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, রবিবার

চাঁদপুর রিপোর্ট-এমকেজেড

 44 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন