শাহরাস্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ
মোঃ জামাল হোসেন, শাহরাস্তিঃ
শাহরাস্তিতে ঘূর্ণিঝড় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র এবং দুঃস্থ হতদরিদ্রদের মাঝে শনিবার বেলা ২টায় উপজেলা পরিষদে ঢেউটিন ও অর্থ বিতরণ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সরকার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, জাহাঙ্গির মো. আদেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ইলিয়াছ মিন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ফারুক দর্জি প্রমূখ।
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, রবিবার
চাঁদপুর রিপোর্ট-এমকেজেড
52 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন