668

শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ সম্পাদক সোহেলকে অব্যাহতি ॥ ভারপ্রাপ্ত সম্পাদক মুরাদ

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেনকে গঠণতন্ত্র বিরোধি কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখা জরুরী বৈঠকের মাধ্যমে গঠণতন্ত্র বিরোধি কর্মকান্ডে লিপ্ত হওয়ায় শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেনকে অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত নেয়। ওই মোতাবেক সিদ্ধান্তটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেন। এছাড়া দলীয় কর্মকান্ড পরিচালনার জন্য মোঃ মুরাদ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ’র সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে না পেয়ে সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু জানান, গঠণতন্ত্র বিরোধি কাজে লিপ্ত হওয়ায় সোহেল হোসেনকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহিত দেয়া হয়েছে। এছাড়া দলীয় কর্মকান্ড পরিচালনার জন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে মোঃ মুরাদ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, বুধবার

চাঁদপুর রিপোর্ট-এমকেজেড

 268 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন