was mahfil

কচুয়ার প্রসন্নকাপে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামিকাল

ওমর ফারুক সাইম, কচুয়া করেসপন্ডেন্ট :
কচুয়া উপজেলার প্রসন্নকাপ পশ্চিম পাড়া হাফেজিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামিকাল মঙ্গলবার।

ঢাকার পুরানা পল্টনস্থ সুপার তাক্বওয়া ট্যুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান রাখবেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের গদ্দিনিশিন পীর শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুর রহমান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সামাদ।

gif maker

বয়ান রাখবেন সোনাকান্দা দারুল হুদা মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মোতালেব হোসেন ছালেহী, খলিফা আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর ছিদ্দিক ও কচুয়ার দেবীপুর দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ শরীফ জিদ্দানী।

মাহফিলে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে যোগদান করতে মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে।

প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, সোমবার :

সময় : ০৯:০৭ পিএম

চাঁদপুর রিপোর্ট : এমআরআর/

575 জন পড়েছেন
শেয়ার করুন