panchogor

পঞ্চগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উদ্বোধন

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

“সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুযোর্গ মোকাবেলার সর্বোত্তম উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ উদ্বোধন হয়েছে।

৬ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয়ে এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

gif makerবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম,
সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ও সদস্যরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, বুধবার :

সময় : ০৯:৫২ এএম

চাঁদপুর রিপোর্ট : এমআরআর/

412 জন পড়েছেন
শেয়ার করুন