ফরিদগঞ্জে জেএসসিপরীক্ষার্থীর আত্নহনন
ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
উপজেলার ফরিদগঞ্জ (দঃ)ইউনিয়ের হর্নি দূর্গাপুর গ্রামার বেপারী বাড়িতে জেএসসি পরীক্ষাথী শ্রাবনী আক্তার পেয়ারা(১৪)নামে শিক্ষাথীর আত্নহননের ঘটনা ঘটেছে।
সে ঐ গ্রামার মুসলিম বেপারীর মেয়ে, জানা গেছে পরীক্ষা শেষ হওয়া পর পারিবারিক কলহের জের ধরে মায়ের সাথে বনিবনা হচ্ছে না বলে প্রতিবেশীরা জানায়।

এরই জের ধরে বৃহস্পতি বার বিকেলে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
তার চাচা আমির হোসেন জানান, বাড়িতে দুই মেয়ে নিয়ে থাকতো মরিয়ম বেগম শ্রাবনী তার বড় মেয়ে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর মর্গে পাঠিয়েছে।
প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার :
চাঁদপুর রিপোর্ট : এমআরআর
