rape 2

হাজীগঞ্জের রামপুরে দিনে-দুপুরে অনেতিক কর্মে লিপ্ত প্রবাসীর স্ত্রী পরপুরুষের সাথে ধরা…

 

চাঁদপুর রিপোর্ট প্রতিবেদক:

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের রামপুর গ্রামের লতিফ লন্ডনীর বাড়িতে দিনে-দুপুরে  এক প্রবাসীর স্ত্রী পরপুরুষের সাথে অনৈতিক কর্মকাণ্ড চলাকালীন সময়ে ধরা পড়েছে স্থানীয় জনতার হাতে।

আজ ১১ নভেম্বর ২০১৯ খ্রি. সোমবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, রামপুর গ্রামের লতিফ লন্ডনীর বাড়ে গত কয়েকমাস আগে রুবী নামের ওই মহিলা  তার সাথে থাকা চারজন যুবতী, যাদেরকে তার মেয়ে পরিচয়ে বাসা ভাড়া নেয়। এরপর কিছুদিন যেতে না যেতেই ওই নারীর ঘরে প্রতিদিন ও রাতে পরপুরুষের আগমন ঘটে ও অনৈতিক কাজ চলতে থাকে।

gif maker

এলাকার যুবকরা এসব বিষয় জেনে শুনে বাড়িওয়ালিকে বলতে তিনি প্রমাণ দেখতে চান।

আজ সকালে ওই নারীর কামরায় একজন পুরুষ (এখন নাম জানা যায়নি) প্রবেশ করলে তাকে এলাকার যুবকরা হাতেনাতে আটক করে।

এ ব্যাপারে ৪নং কালচোঁ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, বিষয়টি আমি শুনেছি, তবে এখনও ব্যাপকভাবে জানা হয়নি।

তবে স্থানীয় লোকজন জানান, ওই মহিলার বাড়ি ৪নং কালচোঁ ইউনিয়নের ওড়পুর গ্রামে। তিনি তার নিজের নাম কখনও আমেনা, কখনও সাথী বা রুবী বলে বাসা ভাড়া নেয়। এরপর এসব অনৈতিক কাজকর্ম চালায়।

তারা আরো জানায়, এ মহিলা এভাবেই বিভিন্ন স্থানে বাসাভাড়া নিয়ে এসব অঘটন ঘটায়। এসব কর্মকান্ডের জন্য তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ মডেল থানাকে জানানো হয়ে দারোগা জয়নাল ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে।

বিস্তারিত আসছে …

 

প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, সোমবার :

চাঁদপুর রিপোর্ট : এমআরআর/

 66 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন