faridgonj pic 28.12.2019 1

‘একটি চক্র ইসলামের নামে দেশের ক্ষতি করার চেষ্টা করছে’

আনিছুর রহমান সুজন :

ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ইসলাম শান্তি ধর্ম।

যুগে যুগে ইসলামের শান্তি বাণী প্রচার করছেন আলেম ওলামারা। যার মাধ্যমে মানুষ সঠিক পথে ও ধর্মের পথে এসেছে।

কিন্তু ইদানিং আমাদের কিছু আলেম ওলামাগণ শান্তির এই বানীকে নানা ভাবে ব্যাখা করার মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

একটি চক্র ইসলামের নামে আমাদের দেশের ক্ষতি করার অহরহ চেষ্টা করছে।

জঙ্গী হিসেবে তারা নিজেদের ক্ষতি করছে এবং দেশের ক্ষতি করার চেষ্টা করছে।

এদের বিষয়ে আমাদের সর্তক থাকতে হবে। নাইজেরিয়ায় জঙ্গী সংগঠন বোকা হারাম আড়াইশত নারীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখার ঘটনা আমাদেরকে সেই ইঙ্গিত দিচ্ছে।

আমরা আলেম ওলামাদের কাছ থেকে আল্লাহ্র নৈকট্য পাওয়ার জন্য এবং আমাদের জীবনকে কিভাবে সুন্দর ভাবে পরিচালিত করবো তার উপদেশ নিবো। সেটাই হওয়া উচিত।

তাই আলেমদের কাছে অনুরোধ বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হউন।

সরকার ইতিমধ্যেই এসব বিষয় নজরদারীতে এনেছে, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শুক্রবার রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে মৌলভী আইউব আলী স্মৃতি সংসদ আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

আয়োজক কমিটির মো: শরীফ হোসেন খানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানা অফিসার ইন চার্জ আব্দুর রকিব, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুব লীগের আহŸায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্মআহŸায়ক হেলাল উদ্দিন প্রমুখ। মাহফিলে ঢাকা কোরআন গবেষণা ফাউন্ডেশন এর গবেষক মাও. মুফতি আব্দুর রহিম হেলালী ওয়াজ করেন।

প্রকাশিত :২৮ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, শনিবার :

চাঁদপুর রিপোর্ট : এস এস

 

 35 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন