kachua 1 1

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত

ওমর ফারুক সাইম, কচুয়া করেসপন্ডেন্ট :

কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শান্তিপূর্ণ পরিবেশে বিভিন্ন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বুধবার সকালে সপ্তম পর্বের কন্সট্রাকশন, কম্পিউটার, আরএসি, সিভিল ও তৃতীয় পর্বের সিভিল, আরএসি, কন্সট্রাকশন বিভাগের পরীক্ষা অনষ্ঠিত হয়। ওই দিন বিকেলে চতুর্থ পর্বের কম্পিউটারর ও ইলেকট্রনিক্স বিভাগের পরীক্ষা সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী লুৎপুর রহমান জানান, ৮ ডিসেম্বর তাত্তিক পরীক্ষা শুরু হয়েছে। নকলমুক্ত পরিবেশে ১৬ জানুয়ারি ২০২০ ৫ম পর্বের কম্পিউটার ও আরএসি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শেষ হবে।

প্রকাশিত :১১ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, বুধবার :

চাঁদপুর রিপোর্ট : এস এস

177 জন পড়েছেন
শেয়ার করুন