‘জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা’

চাঁদপুর রিপোর্ট ডেস্ক :
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ষড়যন্ত্র করে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। আর বর্তমান প্রজন্মকে মেধাশূন্য করতে গড়ে উঠছে মাদকের সাম্রাজ্য।

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুলেল শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
চসিক মেয়র শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে পাহাড়তলী বধ্যভূমিতে যান শহীদদের শ্রদ্ধা জানাতে।
নগরপিতা বলেন, এই মাদক সাম্রাজ্য ভাঙতে হবে। নতুন প্রজন্মকে রক্ষা করতে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে- তা পালন করতে হবে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. হোসেন হিরণ, জহুরুল আলম জসিম ও আবিদা আজাদ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী ও প্রধান জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম।
প্রকাশিত :১৬ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, সোমবার :
চাঁদপুর রিপোর্ট : এস এস
42 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
