faridgonj 2

ফরিদগঞ্জে অনিবার্ণের ফ্রি ব্লাড গ্রপিং ক্যাম্পেইন

আনিছুর রহমান সুজন :
স্বেচ্ছায় রক্তদাতা যুব সংগঠন অনিবার্নের ৮ম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে মঙ্গলবার সকালে ফরিদগঞ্জে ফ্রি ব্লাড গ্রপিং, ডোনার কার্ড প্রদানের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের পরিচালক নুরুল করিম ফরিদ জানান, এবছরের আমাদের টার্গেট থ্যালাসামিয়া রোগীদের জন্য ব্লাড ডোনার নিশ্চিত করা।

যাতে তারা রক্ত খুঁজতে কষ্ট না হয়। একই সাথে নিয়মিত রক্তদাতাদের ডোনার কার্ড প্রদান করা হয়। ক্যাম্পেইন চলাকালে সংগঠনের সদস্য সোহেল গাজী, এম আর জুয়েল, রাখাল চন্দ্র দাস, পিয়াস চন্দ্র দাস, এমরান হাসান খান, নেওয়াজ পাঠান, মাহফুজুল ইসলাম প্রমুখ।

প্রকাশিত :১৭ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, মঙ্গলবার :

চাঁদপুর রিপোর্ট : এস এস

 

194 জন পড়েছেন
শেয়ার করুন