faridgonj pi

ফরিদগঞ্জে বিজয় দিবসের প্রীতি ভলিবল খেলা

আনিছুর রহমান সুজন :

ফরিদগঞ্জ পৌরসভার অমি শিশু পার্কে মহান বিজয় দিবস উপলক্ষ্যে অমি স্মৃতি প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে অনুষ্ঠিত খেলায় পৌরসভার ৭নং ওয়ার্ড কাছিয়াড়া ও ৬নং ওয়ার্ড সাফুয়ার মধ্যকার খেলায় ২-০ সেটে জয়ী হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিুহসেবে পুরষ্কার তুলে দেন পৌরসভার প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান, পার্কের পরিচালক আব্দুর রেজ্জাক রাজা, সমাজ সেবক নজরুল ইসলাম নজু,আমজাদ হোসেন শিপন, খোরশেদ আলম,আলী হোসেন, বিল্লাল হোসেন, মজিবুর রহমান প্রমুখ।

প্রকাশিত :১৭ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ, মঙ্গলবার :

চাঁদপুর রিপোর্ট : এস এস

 

 182 সর্বমোট পড়েছেন,  2 আজ পড়েছেন

শেয়ার করুন