আগামীকাল হাইমচরের নির্বাচিত চেয়ারম্যান নূর হোসেনসহ ভাইস চেয়ারম্যানদের শপথ
সাহেদ হোসেন দিপু:
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সহ ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হবে আগামীকাল।
২৯ জানুয়ারি ২৯২৯ খ্রি. (বুধবার) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আ. মান্নান ।
গত ১৩ জানুয়ারী ৩ স্তরের নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম পদ্ধতিতে হাইমচরে শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়।
এতে চেয়ারম্যান পদে ২য় বারের মত নৌকা প্রতীক নিয়ে নূর হোসেন পাটওয়ারী ৪৪২৮ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।
ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামীলীগ সমর্থিত মাইক প্রতীক নিয়ে জাহাঙ্গীর বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে শাহনাজ বেগম জয় লাভ করেন।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, গত ৫ বছরে ডা. দীপু মনির সহযোগীতা নিয়ে মানুষজনের পাশে থেকে সেবা করেছি। আমার এ সেবা এবং উন্নয়ন মূলক কর্মকান্ড বৃথা যায় নি। হাইমচর বাসীর ভোটের মাধ্যমে আমি এর ফল পেয়েছি ।
যাদের ভোটে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি সেই হাইমচর বাসীর কাছে আমি ছিড় কৃতজ্ঞ। আমার হাইমচর বাসীর ভালবাসা নিয়ে আগামীকাল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সফথ বাক্য পাঠ করবো।
তিনি বিগত দিনের মত সামনের দিনগুলোতেও হাইমচরবাসীর উন্নয়নের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, মঙ্গলবার :
চাঁদপুর রিপোর্ট : এমআরআর
68 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন