MATLAB uno

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নবাগত ইউএনওকে সংবর্ধনা

সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর করেসপন্ডেন্ট :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারী) বিকেলে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক আলহাজ্ব বেনজির আহমেদ মুন্সির সভাপতিত্বে সংবর্ধিত অতিথি বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত।

ধর্মীয় শিক্ষক মাওলানা কবির আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, সোনালী সোনালী ব্যাংক লিমিটেড ছেংগারচর বাজার শাখার ব্যবস্থাপক মফিজ উদ্দিন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি লিমিটেডের সাবেক সাধারণ সম্পাদক ইবনাল মহিন আহমেদ রিপন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল হক খান, গোলাম সারোয়ার, নূর মোহাম্মদ, সিরাজুল ইসলাম, আইয়ুব আলী, কানিজ ফাতেমা, রুমা আক্তার, জহিরুল ইসলাম, মল্লিকা আক্তার, শাহীন আলম।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সমস্যা ও শিক্ষার্থীদের চাহিদা তুলে ধরে বক্তব্য দেন।

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, মঙ্গলবার :

চাঁদপুর রিপোর্ট : এমআরআর

 172 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন