biddut logo

পাইলিং কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

চাঁদপুর রিপোর্ট ডেস্ক :

রাজধানীর বুড়িগঙ্গা নদী তীর সংলগ্ন এলাকায় পিলার পাইলিং কাজ করার সময় বিদুৎপৃষ্ঠ হয়ে দুই ভাই সহ তিন শ্রমিক মারা গেছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বারইখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন , সিরাজগঞ্জের জরু শেখ, সাইফুল শেখ ও বগুড়ার মন্জুরুল।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, নিহতরা নদী শাষনের জন্য পিলার পাইলিং এর কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে লোহার পাইপ কানেক্টেড হয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।

gif maker

নিহতদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কাজ বন্ধ রয়েছে।

 

প্রকাশিত :২২ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার :

চাঁদপুর রিপোর্ট : এস এস

 36 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন