MATLAB abd hai

মতলব উত্তরে প্রবীণ মুরব্বী আব্দুল হাই প্রধানের কুলখানি অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর করেসপন্ডেন্ট :
সদ্য প্রয়াত মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের প্রবীণ মুরব্বী হাজী আব্দুল হাই প্রধানে কুলখানি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) সকালে পরিবারের পক্ষ থেকে নিজ বাড়ী সরদারকান্দি গ্রামে কুলখানি ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

মরহুম আব্দুল হাই প্রধানের কুলখানি ও দোয়া মাহফিলে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, সমাজসেবক সাখাওয়াত হোসেন গাজী, আমির হোসেন, ডা. জাহাঙ্গীর, সাংবাদিক মাহবুব আলম লাভলু, বোরহান উদ্দিন ডালিম, মনিরুল ইসলাম মনির, শহিদুল ইসলাম খোকন, জাকির হোসেন বাদশা, আরাফাত আল আমিন, ব্যবসায়ী ইয়াসিন, ইউপি সচিব নাছির উদ্দিন খান, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, আ. হালিম সরকার, সালাউদ্দিন প্রধান, খাজা আহমেদ, মিজানুর রহমান খোকা, সালাউদ্দিন বেপারী, শাহ আলম প্রধান, তাজুল ইসলাম’সহ ব্যক্তিরা অংশ নেন।

উল্লেখ্য, হাজী মো. আব্দুল হাই প্রধান (১১ জানুয়ারী) শনিবার দুুপুর ১টা ৫০ মিনিটের সময় ঢাকা থেকে নিজ বাড়ী ফেরার পথে মতলবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে মো. বাবুল প্রধান, মো. কবির হোসেন প্রধান, মো. মনির প্রধান, মো. আনোয়ার প্রধান, মো. জিয়া উদ্দিন, একে খান প্রধান ২ মেয়ে শিপু বেগম, মিনারা বেগম ’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার :

চাঁদপুর রিপোর্ট : এমআরআর

 38 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন