সূচীপাড়া বাজারের ওষুধ ব্যবসায়ী বাবর মিয়ার ইন্তেকাল
চাঁদপুর রিপোর্ট ডেস্ক :
শাহরাস্তির সূচীপাড়া বাজারের ওষুধ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোঃ বাবর মিয়া (৫৫) গত সোমবার বেলা আড়াইটায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের লাকামতা মৌলভী বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
গত সোমবার রাত ১১টায় লাকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজাশেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া, সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেলিম খান, আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম, মোঃ আতিকুল ইসলাম প্রমুখ।
প্রকাশিত :২৯ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, বুধবার :
চাঁদপুর রিপোর্ট : এস এস
144 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন