rape 1

কেরানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ আটক

চাঁদপুর রিপোর্ট ডেস্ক :

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা ভাই ভাই রোড এলাকায় ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় স্থানীয় মালেক চুন্নু মিয়া (৬৪) নামের একজনকে আটক করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ বুধবার সকালে আমবাগিচা এলাকায় ভাই ভাই রোডের নিজ বাড়ীর সামনে শিশুটিকে খেলতে দেখে চকলেটের প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে যায়।

এঘটনা পাশে খেলতে থাকা আরেকটি শিশু দেখে ফেলে ওই শিশুর মাকে জানায়। পরে শিশুটির মা বিবস্ত্র অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

স্থানীয় আগানগর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির শাহ্ খুশিকে জানান, অভিযোগের ব্যপারটি যাচাই করে সত্যতা পাওয়ায় বৃদ্ধ মালেক চুন্নুকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সরেজমিনে এলাকার লোকজন জানায়, বৃদ্ধ মালেক চুন্নু অনেক দিন আগে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই এমন আচারন করে আসছিল। এমন ঘটনা প্রায়ই সে ঘটিয়ে থাকলেও ভয়ে এতোদিন কেউ মুখ খুলেনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান জানান, ধর্ষন চেষ্টায় একটি অভিযোগ পেয়ে বৃদ্ধাকে আটক করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশিত :০৭ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, শুক্রবার :

চাঁদপুর রিপোর্ট : এস এস

215 জন পড়েছেন
শেয়ার করুন