jokes

নিজের প্রেমিকা এখন কোটিপতি চাচার স্ত্রী

চাঁদপুর রিপোর্ট ডেস্ক :

আজকের কৌতুক : নিজের প্রেমিকা এখন কোটিপতি চাচার স্ত্রী
নিজের প্রেমিকা এখন কোটিপতি চাচার স্ত্রী
১ম বন্ধু: দোস্ত, আমি যে মেয়েটাকে ভালোবাসতাম; সে পরে আর আমাকে বিয়ে করেনি!
২য় বন্ধু: কেন? তুই বলিসনি যে তোর চাচা কোটিপতি?
১ম বন্ধু: হ্যাঁ, বলছিলাম তো।
২য় বন্ধু: তাহলে?
১ম বন্ধু: সে জন্যই সে এখন আমার চাচি।
২য় বন্ধু: তোর কপাল তো ভালো যে তুই বলিসনি, তোর বাবা কোটিপতি!

****

এক জায়গায় বারবার যেতে নেই
বাবা: বুঝলি, এক জায়গায় বারবার যেতে নেই।
ছেলে: কেন বাবা?
বাবা: তাহলে আদর থাকে না, বুঝলি!
ছেলে: ঠিকই বলেছ বাবা। সে জন্যই তো আমি প্রতিদিন স্কুলে যেতে চাই না। অথচ মা আমাকে পিটিয়ে স্কুলে পাঠায়!

****

কেন টয়লেটে দৌড়াতে হয়!
ইংরেজি নববর্ষ উপলক্ষে বাসায় বিশেষ রান্নাবান্না হলো। সে খবর স্বামীকে জানাচ্ছেন স্ত্রী-
স্ত্রী: ইংরেজি ২০২০ সাল উপলক্ষে বিশ পদ রান্না করলাম।
স্বামী: তাই নাকি?
স্ত্রী: হুম। এবার খেয়ে বলো, কেমন হলো?
স্বামী: মন্দ নয়, তবে বিশ বার না আবার টয়লেটে দৌড়াতে হয়!

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ, সোমবার :

চাঁদপুর রিপোর্ট : এমআরআর

 63 সর্বমোট পড়েছেন,  1 আজ পড়েছেন

শেয়ার করুন