পঞ্চগড়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খড়ের আগুনে দগ্ধ হয়ে রায়হান নামের এক পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
দেবীগঞ্জ পৌর শহরের কলেজপাড়ায় শিশুটির নানার বাড়িতে মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান পঞ্চগড় জেলা শহরের রশনাবাগ এলাকার এ্যাডঃ রাকিবুত তারেকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রায়হান কয়েকদিন আগে তার মা সহ কলেজ পাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। এদিকে মঙ্গলবার বিকেলে তার ছোট ভাইসহ সবার অগোচরে দিয়াশলাই নিয়ে খেলতে গিয়ে খড়ের গাদায় আগুন জ্বালায় তারা। আগুনের ভয়াবহ দেখে চার বছর বয়সী ছোট ভাই পালিয়ে গেলেও দগ্ধ হয় রায়হান।
পরে ডোমার থেকে দমকলকর্মী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় রায়হানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরপরই রায়হানের নানার বাড়িতে ছুটে যান, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী ও উপজেলা আ.লীগের সভাপতি গিয়াস উদ্দীন। শিশু রায়হানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
68 সর্বমোট পড়েছেন, 1 আজ পড়েছেন
